নন্দীগ্রামে বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহসচিব মো. মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।
বিএনপি থেকে জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন— ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম, খোরশেদ মোস্তাকসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবযোগদানকারী নেতাকর্মীদের গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
এদিকে, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
তারা বিএনপি থেকে জামায়াতে যোগদানকারীদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে নবযোগদানকারীদের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা পুরনো ছবি ফেসবুকে পোস্ট করছেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন,
“৫২-৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তাঁদের যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।”
অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন,
“যাদের কথা বলা হচ্ছে তারা বিএনপির কেউ নয়। এমনকি ইউপি সদস্য আব্দুর রহিম একসময় আওয়ামী লীগে যোগ দিয়েছিল। এখন আবার জামায়াতে যোগ দিচ্ছে।”
