প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫ ২৩:৪৯

নন্দীগ্রামে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
নন্দীগ্রামে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

বগুড়ার নন্দীগ্রামে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও নির্বাচনি গণসংযোগ করেছে বিএনপি।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের অংশ হিসেবে এ কর্মসূচির নেতৃত্ব দেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের দিকনির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মালেক, ওয়ার্ড বিএনপি সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল হক মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক শাহীন, জিয়া, সদস্য এনামুল, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নুরনবী, সিনিয়র সহ-সভাপতি আসাদুল্লাহ, দপ্তর সম্পাদক সাজু, ছাত্রদল নেতা শাকিল, রাব্বি, হৃদয়, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. সানাউল বাকী, যুগ্ম আহ্বায়ক তারেক, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ, পৌর শ্রমিকদল নেতা সোলাইমান আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান,

“৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এ লক্ষ্যে জনগণের মাঝে সচেতনতা তৈরি করতেই এ গণসংযোগ কর্মসূচি।”

উপরে