প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫ ১৫:৫৩

বগুড়ায় জাইমা রহমানের জন্মদিনে মহিলাদের নামাজ ঘর নির্মানের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় জাইমা রহমানের জন্মদিনে
মহিলাদের নামাজ ঘর নির্মানের উদ্বোধন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশিষ্ট চিকিৎসক ডা: জোবাইদা রহমান এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শনিবার সকালে বগুড়া গাবতলীর চাকলা মধ্যপাড়া বায়তুল হামদ জামে মসজিদে মহিলাদের জন্য নামাজ ঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এ সময় তিনি বলেন, বিএনপির ভবিষ্যৎ কান্ডারী ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের প্রতিটি সদস্যকে এই বাংলার কোটি কোটি মানুষ হৃদয় দিয়ে ভালবাসে। তাদের অভিভাবক তারেক রহমান গাবতলীর সন্তান, দেশে থাকা অবস্থায় তিনি শুধু বাগবাড়ি নয় পুরো গাবতলীর অঁজোপাড়া গাঁ পর্যন্ত চোষে বেরিয়েছেন। ভালবাসার টানে ছুটে গিয়েছেন সাধারণ মানুষের চৌকাঠ পর্যন্ত। গাবতলীর সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গর্বিত পুত্র তারেক রহমানকে ভালোবাসার টানেই নিজ চোখে না দেখেও নিজেদের পরিবারের একজন ভাবেন তার আদরের কন্যা জাইমা রহমানকেও। চাকলা মধ্যপাড়া মসজিদে মহিলাদের নামাজ পড়ার কোন ব্যবস্থা ছিল না তাই জাইমা রহমানের জন্মদিনে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করার পাশাপাশি উক্ত মসজিদে মহিলাদের নামাজ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। পলাশ বলেন, দেশ থেকে হাজারো মাইল দূরে থাকলেও তাদের অভিভাবক তারেক রহমানের মন কাঁদে এই দেশের সকল মানুষের জন্য। হয়তো অচিরেই বাংলাদেশে ফিরবেন তিনি যার মাধ্যমে ইতিহাসে একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বৃহৎ প্রত্যাবর্তন দেখতে যাচ্ছে বিশ্ববাসী। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালেক তুফানী, মসজিদ কমিটির সভাপতি মোজাম প্রাং, সাধারণ সম্পাদক বাবু মন্ডল, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজা হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান, ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, সাবেক ইউপি সদস্য মুকুল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধন শেষে জাইমা রহমানসহ জিয়া পরিবারের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উপরে