প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ ০২:৩৯

‎বগুড়ার সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
‎বগুড়ার সোনাতলায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সোনাতলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পরিচিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সোনাতলা উপজেলার সভাপতি এসএম হেলাল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি জনাব এ কে এম আহসানুল তৈয়ব জাকির, যিনি সোনাতলা-সারিয়াকান্দি আসনে সর্বশেষ ধানের শীষের মনোনীত প্রার্থী

‎অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সোনাতলা পৌর শাখার সভাপতি শাহনেওয়াজ নয়নের সঞ্চালনায়
‎বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অনুষ্ঠানটির আহবানে ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম, সার্বিক তত্বাবধানে ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সোনাতলা পৌর শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

‎অনুষ্ঠানে উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রানবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।

উপরে