প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ ০২:৩৯

বগুড়ায় বাপা জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বাপা জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) শহরের বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দীন সৈকত।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাডমিন) আসাদুজ্জামান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ।
 
সঞ্চালনায় ছিলেন বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ারুল করিম দুলাল, বগুড়া বারের সভাপতি এ্যাড. আতাউর রহমান মুক্তা, অধ্যাপক আব্দুল মান্নান, সহ-সভাপতি এ্যাড. মোজাম্মেল হক, অধ্যাপক সালজুর রহমান, ফারুক আকবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, যুগ্ম সম্পাদক মোহতাসিম বিল্লাহ শিমুল, এ্যাড. আজাদ তালুকদার, কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা, নির্বাহী সদস্য শেখ আবু হাসনাত, এ্যাড. আশরাফুন নাহার স্বপ্না, ড. আহমেদ আবদুল্লাহ, ফজলুল হক বাবলু, মোকছেদ আলী, মো. ফজলুল হক, জাহেদুর রহমান, আবু সাঈদ, টি এম মামুন, মাজেদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
 
অনুষ্ঠানের শুরুতে বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। পরে বাংলাদেশ বেতারের শিল্পী মনিকা ঘোষ ও সোবহানী বাপ্পি সঙ্গীত পরিবেশন করেন। নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।
 
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক পিএম ইমরুল কায়েস বলেন, “পরিবেশ রক্ষায় বাপা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা প্রশাসন বাপাকে সার্বিক সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে শেরপুর উপজেলার ঝাঝর বিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেখানে প্রায় ২২ প্রজাতির পাখি আসে। অন্যান্য বিলগুলোর সংরক্ষণেও কাজ চলছে।”
 
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “নবনির্বাচিত কমিটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ। এই সার্কেল ভেঙে পড়লে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে।”
 
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “পরিবেশ আন্দোলন তখনই সফল হবে, যখন সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হবে। ঘর, পাড়া, মহল্লা থেকেই এই আন্দোলন শুরু করতে হবে।”
 
সভাপতির স্বাগত বক্তব্যে প্রকৌশলী শাহাবুদ্দীন সৈকত বলেন, “পরিবেশ রক্ষা শুধু বাপার দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত প্রয়াস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ-সুন্দর দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
 
উপরে