‘রাস্তা চাই, ভোগান্তি নয়’—নির্মানাধীন রাস্তার পাশে বসতবাড়ি সরাতে শিক্ষার্থীদের মানববন্ধন
 
                    
                    বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় একটি নির্মাণাধীন সড়কের পাশে স্থাপিত তিনটি বসতবাড়ি না সরানোর কারনে নির্মানকাজ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। এতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী।
আজ রোববার দুপুরে সুখানপুকুর-মহাস্থান সড়কের ওই নির্মাণাধীন অংশের পাশেই বসতবাড়ি অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, তেলিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি নির্মাণাধীন থাকলেও তিনটি বসতবাড়ি না সরানোর কারণে সড়কটির কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিন ঝুঁকি ও কষ্ট নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের।
তারা বলেন, “রাস্তা চাই, ভোগান্তি নয়”—এই দাবিতে আমরা আজ মানববন্ধনে দাঁড়িয়েছি। অতি দ্রুত বসতবাড়িগুলো সরিয়ে সড়কটির কাজ সম্পন্ন করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
শিক্ষক ও অভিভাবকরা জানান, বিষয়টি বারবার জানানো হলেও বসতবাড়ির মালিকরা স্থানান্তরে রাজি হচ্ছেন না। এতে শিক্ষার্থীদের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে তাদের।
তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বলেন, শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                         
                          
                         
                          
                         
                          
                         
                          
                         
                          
                         
                          
                 
                