প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ ০১:৫৬
নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ
বগুড়ার নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্নহত্যার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যে জানা যায় ২৭শে অক্টোবর (সোমবার) আনুমানিক ২ঘটিকার সময় নন্দীগ্রাম সদর ইউনিয়নের ইসবপুর গ্রামের মৃত বনমালীর ছেলে বলরাম কুমার (৩২) বর্ণিত সময়ে পরিবারের লোকজনের অগোচরে সরকারি অনুদানকৃত নিজ বসত ঘরের তীরের সাথে লাইলনের রশি দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বলরামের মা ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে কোন সারা শব্দ না পেয়ে ডাক চিৎকার করিলে প্রতিবেশী লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে ভিকটিমের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে রশি কেটে লাশ নিচে নামিয়ে রাখে। অতঃপর নন্দীগ্রাম থানা পুলিশকে সংবাদ দেয়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মোঃ আমির হোসন লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করেন। মৃতের মৃত্যুর বিষয়ে কোনো সন্দেহ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি প্রদান করেন। প্রাথমিক ভাবে জানা যায় মৃত বলরাম মানসিক প্রতিবন্ধী ছিল। প্রায় ১০/১৫ বৎসর যাবৎ মানসিক অসুস্থ অবস্থায় দিন যাপন করতেছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় এবং মানসিক অসুস্থতার কারণেই সে আত্মহত্যা করেছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়।
