চার মাসেই ধসে গেল কোটি টাকার সড়ক, নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভ
মাত্র চার মাস আগে নির্মিত সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাটবন্দর–সাতবাড়িয়া সড়কটি ধসে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই পাকা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং রাস্তার পাশ ভেঙে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা।স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজ’ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছে এবং তদারকির অভাবে এই দুরবস্থা। বেতবাড়ি গ্রামের আব্দুল আলিম বলেন, “রাস্তা নতুন হয়েছিল দেখে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু কয়েক মাসেই ভেঙে যাওয়ায় এখন মনে হচ্ছে টাকার অপচয় হয়েছে।” আব্দুল্লাহ আর মামুন অভিযোগ করেন, বৃষ্টির মধ্যেই তড়িঘড়ি করে পিচ ঢালাই করা হয়েছিল।
যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশ্বজিৎ নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে ভারী বৃষ্টিকে ক্ষতির কারণ হিসেবে দেখিয়েছেন।এ বিষয়ে এলজিইডির উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, “প্রবল বর্ষণের কারণে অনেক জায়গায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সড়কটি মেরামত এবং নিম্নমানের কাজের অভিযোগের তদন্তের দাবি জানিয়েছেন।
