প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ ০২:০৪

বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেফতার

বগুড়া শাজাহানপুর সংবাদদাতাঃ
বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে চলমান এক মামলার সন্দেহভাজন আসামি মোঃ ওয়ারেছুল মোস্তফা -২৮- কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার  বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে শাজাহানপুর রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
গ্রেফতারকৃত ওয়ারেছুল মোস্তফা শাজাহানপুর উপজেলার ১নং আশেকপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি এবং পারতেখুর মধ্যপাড়ার মোঃ আবু বক্কর সিদ্দিকের পুত্র।
 
পুলিশ জানায়, চলতি বছরের মার্চ মাসে দায়ের হওয়া মামলার তদন্তে তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 
এছাড়া তার বিরুদ্ধে পূর্বে আরও দুটি মামলা রয়েছে, যেগুলোর চার্জশিট ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে।
 
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
উপরে