প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ ০২:০৭
বগুড়ার শাজাহানপুরে কেক খেয়ে অসুস্থ পরিবার— অবশেষে জরিমানার মুখে আসিফ বেকারী
বগুড়া শাজাহানপুর সংবাদদাতাঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা বাজারের আলোচিত আসিফ বেকারী অবশেষে প্রশাসনের অভিযানে জরিমানার মুখে পড়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে আসিফ বেকারীর স্বত্বাধিকারী সঞ্জু মিয়াকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে বাজারে উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তির সঞ্চার হয়। অনেকে জানান, “ভোক্তার অধিকার রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ আমাদের নিরাপদ খাদ্যের প্রতি আস্থা ফিরিয়ে আনবে।”
প্রসঙ্গত, গত শনিবার এক ক্রেতা “হ্যাটট্রিক জন্মদিনের কেক” কিনে খাওয়ার পর সপরিবারে অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন,
“ভোক্তার অধিকার রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে।”
ঘটনাটিকে অনেকেই “অবহেলিত ভোক্তা অধিকারের ন্যায্য প্রতিফলন” হিসেবে দেখছেন।
