প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫ ০২:০৯

ম্যাচ জিততে রাজশাহীর প্রয়োজন ২৬৪ রান চট্টগ্রামের ৬ উইকেট

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
ম্যাচ জিততে রাজশাহীর প্রয়োজন ২৬৪ রান চট্টগ্রামের ৬ উইকেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লিগের রাজশাহী ভেন্যুতে চার দিনের ম্যাচে চট্টগ্রাম বিভাগ স্বাগতিক রাজশাহী বিভাগের বিরুদ্ধে ৩৩৮ রানের লিড নিয়ে হাতে ৬ উইকেট রেখে তৃতীয় দিনের মতো ব্যাট করতে নামে।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগের দিনের ১৩৩ রানের সাথে তারা গতকাল আরও ১৪৪ রান যোগ করলে দ্বিতীয় ইনিংসে তাদের রান দাঁড়ায় ২৭৭। চট্টগ্রাম ৯ উইকেটে ২৭৭ রান করে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ৪৮৩ রান।

দিন শেষে রাজশাহী চার উইকেটে ২১৯ রান সংগ্রহ করে। জয়ের জন্য রাজশাহীর এখনও প্রয়োজন ২৬৪ রান। হাতে আছে ৬ উইকেট ও এক দিন। অন্যদিকে ম্যাচ জিততে চট্টগ্রামের প্রয়োজন ৬ উইকেট।

দ্বিতীয় ইনিংসে রাজশাহীর হাবিবুর রহমান করেন ৪৫ রান। প্রিতম কুমার ৫৬ ও মেহরাব ৫৪ রানে অপরাজিত আছেন।

এর আগে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের ইয়াসির ৯২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। মাহমুদুল করেন ৫১ রান। রাজশাহীর শফিকুল ৬৬ রানে ৪ টি ও পিয়াল ৩৫ রানে ৩ টি উইকেট দখল করেন। 

উপরে