প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ ০০:০৭
দলীয় পদ ফিরে পেলেন সৈয়দপুর উপজেলার সাবেক চেয়ারম্যান রানা
নীলফামারী সংবাদদাতাঃ
বিএনপির মোঃ রিয়াদ আরফান সরকার রানা কে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্তে তার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (২৭অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ আরফান সরকার রানা কে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য সৈয়দপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও নীলফামারী ৪ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার (ভজে র) পুত্র রিয়াদ আরফান সরকার রানা,,
