প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৫ ০০:০৪

ক্ষেতলালে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

উপজেলা সংবাদদাতা, ক্ষেতলাল, বগুড়াঃ
ক্ষেতলালে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকেরা ঝটিকা ও মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ওই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক ডিসি আব্দুল বারির সমর্থকেরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বটতলী বাজার ব্রিজের নিকটে এ ঘটনা ঘটে। পরে ক্ষেতলাল পৌর বিএনপি সভাপতি প্রভাষক আব্দুল আলিমের নেতৃত্বে ডিসি আব্দুল বারি ও ধানের শীষের পক্ষে মিছিল বের করা হয়। মিছিলটি বটতলী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

খবর পেয়ে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক ডিসি আব্দুল বারি বটতলী বাজারে উপস্থিত হয়ে পথসভায় বক্তব্য প্রদান করেন।

উপরে