প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৫ ০১:০৩

রানীরপাড়া স্কুলে আলোর প্রদীপ সংগঠনের পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ
রানীরপাড়া স্কুলে আলোর প্রদীপ সংগঠনের পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ

বগুড়ার সোনাতলা উপজেলার রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আলোর প্রদীপ যুব সংগঠন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জামিল আখতার বীণু পুষ্টি সহায়তা প্রকল্পের আওতায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে কলা, আপেল, বিস্কুট, খাতা ও কলম বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য

সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম. এম. মেহেরুল এবং রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সাবিনা ইয়াসমিন

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোছাঃ মালিহা নুরে জান্নাত দৃষ্টি, তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোছাঃ সুমাইয়া ইয়াসমিন স্মর্ণা, সদস্য মোঃ শাহাদত হোসেনমোঃ রনি মিয়া
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফি আহম্মেদ, মোছাঃ জান্নাতুল ফেরদৌস, নুসরাত জাহান, পলি আক্তার এবং স্থানীয় সমাজসেবক পুটু মিয়া, নেওয়াজ মোর্শেদ নাছির প্রমুখ।

 

চেয়ারম্যানের অনুপ্রেরণামূলক বক্তব্য

চেয়ারম্যান এম. এম. মেহেরুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,

“সবার আগে তোমাদের একজন ভালো মানুষ হতে হবে। তারপর কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, নার্স বা পাইলট হতে পারো। আমাদের সমাজে ভালো মানুষের অভাবই নানা অন্যায়ের কারণ। তোমরা বড় হয়ে কোনো অন্যায় করবে না, কাউকে কষ্ট দেবে না। আমরা বিশ্বাস করি, তোমাদের মধ্যেই সেই আলোকিত মানুষের সন্ধান মিলবে।”

 

 সংগঠনের পটভূমি

উল্লেখ্য, “আলোর প্রদীপ যুব সংগঠন” ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করে আসছে।
২০১৩ সালে পুষ্টি প্রকল্প চালুর মাধ্যমে সংগঠনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টির চাহিদা পূরণে কাজ শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।

উপরে