গাবতলীতে উপজেলা বিএনপির মিছিল ও সমাবেশ
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির ও অঙ্গদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামার সভাপতিত্বে এবং পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদ হারুনুর রশিদ হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, মিজানুর রহমান মিন্টু, মোরশেদ লিমন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সাহাদৎ হোসেন খান সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক এম আর ইসলাম রাখু, মিনাজুল ইসলাম, আবু তাহের, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, মতিয়ার রহমান মতি, মশিউর রহমান সুমন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, চঞ্চল কুমার দেব, যুবদল নেতা শিপন, জনি, বাশার, রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, যুগ্ম আহবায়ক ইলিয়াছ মাহমুদ উজ্জল, দপ্তর সম্পাদক ঠান্ডু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক রাঙ্গা, যুগ্ম সম্পাদক মানিক বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক তাসকিন, উপজেলা তাতীদলের সভাপতি রাঙ্গা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুট্টো, ইউপি প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, পৌর মহিলা দলের সভাপতি কানিজ ফাতেমা সুরভী, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন প্রমুখ।
