প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৫ ১৮:০৩

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
সঞ্জু রায়:
বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের 
চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের আয়োজনে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এই সৃজনশীল আয়োজনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রতিযোগিতা পরবর্তী বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ আছি।” এসময় তিনি আরো বলেন, বগুড়ার কৃতি সন্তান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিশুদের অনেক ভালবাসতেন। তাই ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে যে সৃজনশীল আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। সুন্দর ব্যবস্থাপনায় ভবিষ্যৎ কান্ডারীদের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি তাদের মাঝে ইতিবাচক চেতনা তুলে ধরতে এই প্রচেষ্টার জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান জেলা ছাত্রদল সভাপতি সন্ধান ও সাধারণ সম্পাদক পলাশকে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মোশারফ হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সহিদুন্নবী সালাম ও কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এসময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিশুরা কেউ এঁকেছেন জিয়াউর রহমানের প্রতিকৃতি আবার কেউ তুলে ধরেছেন জাতীয় রাজনীতিতে জিয়াউর রহমানের নানা গুরুত্বপূর্ণ অবদানের দিকগুলো। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল মননের বিকাশে ছাত্রদলের উদ্যোগে ভবিষ্যতেও এমন ইতিবাচক কর্মসূচি চলমান থাকবে।
উপরে