প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৫ ২৩:৪৯
নওগাঁয় বিচার বিভাগের সামারি ট্রায়াল, ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
নওগাঁ সংবাদদাতাঃ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও মিষ্টান্ন ভান্ডারসহ ভোজ্যপণ্যের দোকানে সামারি ট্রায়াল পরিচালনা করেছে বিচার বিভাগ। শনিবার -১১ নভেম্বর- বিকেল ৪টার পর শহরের বিভিন্ন পয়েন্টে ২ ঘন্টাব্যাপী এ সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এসময় বেশ কিছু অসংগতি নজরে এলে সতর্ক করার পাশাপাশি হেলথ কেয়ার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিচার বিভাগের এ সামারি ট্রায়ালে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নাজিয়া তাসনিম, সদর থানা পুলিশের টিম এবং সেনাবাহিনীর একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, নওগাঁ শহরের বেশ কিছু ডায়গনস্টিক সেন্টার সম্প্রতি অবৈধভাবে পরিচালনা হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিচার বিভাগ। এছাড়াও স্থানীয় বাজারে নকল ভোজ্যপণ্য ছড়িয়ে পড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরীর মৌখিক অভিযোগ উঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার -১১ নভেম্বর- বিকেলে শহরের বিভিন্ন পয়েন্টে সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। ওই সময়ে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্রে ত্রুটি থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্টাফ কোয়ার্টার এলাকার বলাকা ক্লিনিকে সামারি ট্রায়াল পরিচালনা করে অব্যবস্থাপনা নজরে এলে সতর্ক করা হয়। এরপর সন্ধ্যায় ডালপট্টি এলাকার বেশ কয়েকটি ভোজ্য পণ্যের দোকানে সামারি ট্রায়াল পরিচালনার সময় একটিতে ২৪ কেজি ভেজাল ডাল জব্দ করে বিচার বিভাগ। একই সময়ে ওই দোকানীকে সতর্ক করার পর মিষ্টান্ন ভান্ডারগুলোকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
