বিয়াম মডেল স্কুল ও কলেজের নবীববরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজের নবীব বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৮নভেম্বর শনিবার প্রতিষ্ঠানের ক্যাম্পাস মাঠে আয়োজিত নবীব বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো: আবদুল মালেক। বরেণ্য অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকের সহধর্মীনি শাহানাজ বেগম। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়াম ফাউন্ডেশন অঞ্চলিক কেন্দ্র বগুড়ার পরিচালক উপ সচিব মো: আলমগীর কবির, বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহা: মুস্তাফিজার রহমান। এতে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন অঞ্চলিক কেন্দ্র বগুড়ার সহকারী পরিচালক মো: আরাফাত হোসেন, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক। নবীব শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ ও এইচএসি জিপি-এ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষে হয়।
