প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৫ ০০:০২
বগুড়ার সোনাতলায় মোবাইলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, দুই আসামী আটক
উপজেলা সংবাদদাতা, সোনাতলা, বগুড়াঃ
বগুড়ার সোনাতলা থানা পুলিশ ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে। তথ্য অনুযায়ী, ফেরদৌস আলম (২৭) ও **আবুল কালাম আজাদ (৪৫)**কে বাড়ি থেকে আটক করে থানায় আনা হয়েছে এবং পরবর্তীতে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, সোনাতলার উত্তর গোসাইবাড়ি গ্রামের সাজু মিয়ার স্ত্রী (মামলার বাদীনি) গত ১ অক্টোবর রাতে নিজের বাড়ির শয়নকক্ষে গোসল করছিলেন। এ সময় ফেরদৌস আলম ও সহযোগীরা মোবাইল ফোনে তার অশ্লীল ছবি ধারণ করে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে মহিলাকে ধর্ষণ করে।
মামলার চার আসামীর মধ্যে আরও দুজন রফিকুল ইসলাম (৩০) ও মহিদুল ইসলাম (৫০) এখনও গ্রেফতার হয়নি। অভিযোগে বলা হয়েছে, আসামী পক্ষ বাদীনি ও তার পরিবারের উপর হুমকি ও ভয় দেখাচ্ছে।
সোনাতলা থানার এসআই শামীম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১)-এ মামলাটি দায়ের করা হয়েছে।
