প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৫ ০০:৩৪

ফয়সালের আরও এক শতকে সিরিজ জয়ের পথে আফগান যুবারা

মোঃ ফয়সাল আলম, রাজশাহী
ফয়সালের আরও এক শতকে সিরিজ জয়ের পথে আফগান যুবারা

আফগান যুব তারকা ক্রিকেটার ফয়সাল খানের আরও এক অনবদ্য শতক  ও উজাইরুল্লাহর অর্ধ শতকে সহজ জয়ে সিরিজ জয়ে একধাপ এগিয়ে গেল আফগান যুবারা। বগুড়ায় পিছিয়ে পড়ে রাজশাহীতে তৃতীয় ওয়ানডেতে সমতা ফেরায় আফগানিস্তানের যুবারা। চতুর্থ ওয়ানডেতে এসে এগিয়ে গেল ২-১ এ। রোববার সিরিজের শেষ ওয়ানডে।

পাঁচ ম্যাচ সিরিজে বগুড়ায় অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়।  ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা। তবে ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

বগুড়ায় পরাজিত হওয়া আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের যুবারা ঘুরে দাঁড়িয়েছে রাজশাহীতে। 

শুক্রবার (৭ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস জিতে আফগানিস্তান  প্রথমে ব্যাট করতে নেমে আগের ম্যাচে শতক হাঁকানো আফকান যুব তারকা ব্যাটসম্যান ফয়সাল খান আবারও শতক হাঁকান। তিনি চারটি ছক্কা ও দশটি বাউন্ডারির সাহায্যে ১১৬ বল খেলে করেন ১১২ রান। আগের ম্যাচের মতো এ ম্যাচেও তিনিই হন প্লেয়ার অব দ্য ম্যাচ। উজাইরুল্লাহ করেন ৭২ রান। আফগানিস্তানের যুবারা ৪৯.৩ ওভার খেলে ২৫৮ রানে অল আউট হন।

বাংলাদেশের ইকবাল ইমন ৫১ রানে ৬ উইকেট দখল করেন। সাদ ইসলাম ৬২ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের যুবারা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। এক পর্যায়ে ৪০ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। মোঃ আব্দুল্লাহ ৯৫ ও দেবাশিস সরকার ৫১ রান করলে শেষ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৪৭ রানে ম্যাচ হারে বাংলাদেশ।
আফগানিস্তানের আব্দুল আজিজ খান ২৮ রানে ৪ উইকেট নেন। নাজিফুল্লাহ ২৫ রানে ও ওয়াহিদুল্লাহ ২৯ রানে ২টি করে উইকেট নেন।

রোববার (৯ নভেম্বর) সকাল ৯ টায় একই ভেন্যুতে দল দু'টি পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে।

উপরে