বগুড়ায় ৯ম শ্রেনির ছাত্রীকে দ্বিতীয় দফায় অপহরণের চেষ্টার সময় আটক - ১
বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্রীকে দিনের বেলা মোটরসাইকেলযোগে দ্বিতীয় দফায় অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এক যুবক। স্থানীয়দের তৎপরতায় ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং মূল অপহরণকারী আশিকুর ইসলাম ওরফে আশিক (২২) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক আশিকুর ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হরিসাদি গ্রামের আজাহার আলীর ছেলে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রথম অপহরণের ঘটনা
পুলিশ জানায়, উজ্জ্বলতা গ্রামের আছলাম হোসেন ভুট্টুর মেয়ে আতিয়া জান্নাতি (১৬), নবম শ্রেণির ছাত্রী— গত ৩১ আগস্ট সকাল ৯টার দিকে প্রাইভেট পড়ে বিদ্যালয়ে যাওয়ার সময় আদমদীঘি পুরাতন সোনালী ব্যাংকের সামনে থেকে অপহৃত হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হরিসাদি গ্রামের আশিকুর ইসলাম আশিকসহ তিনজনের বিরুদ্ধে গত ১০ সেপ্টেম্বর আদমদীঘি থানায় অপহরণ মামলা দায়ের করেন।
পরে আশিক আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হন।
দ্বিতীয় দফায় অপহরণের চেষ্টা
জামিনে মুক্ত হওয়ার পর শনিবার দুপুরে আশিক আবারও দুটি মোটরসাইকেলযোগে তার সহযোগীদের নিয়ে ভিকটিমের বাড়িতে যায়। সেখানে জোরপূর্বক আতিয়া জান্নাতিকে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা করলে ছাত্রীটি চিৎকার শুরু করে।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং আশিককে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশের বক্তব্য
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মোস্তাফিজুর রহমান বলেন,
“আটক আসামিকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।”
