প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ ০০:৫৮
রায়গঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদে এমপি প্রার্থী ভিপি আয়নুল হকের সংবাদ সম্মেলন
আমিনুল ইসলাম হিরো, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনে বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে রায়গঞ্জের বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় ধানগড়া বাসস্ট্যান্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি আয়নুল হক এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
ভিপি আয়নুল হক বলেন, সম্প্রতি একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আমার নামে বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনগণের কল্যাণে কাজ করছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে ও সমর্থন করে—এ কারণেই একটি মহল হিংসা থেকে অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যে আমি আইনজীবীর পরামর্শে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আ হ ম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতারা বলেন, ভিপি আয়নুল হক একজন সৎ, শিক্ষিত ও জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না।
শেষে ভিপি আয়নুল হক সাংবাদিকদের আহ্বান জানান, দায়িত্বশীলভাবে যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে সঠিক তথ্য তুলে ধরার জন্য।
