৮ জানুয়ারি থেকে বগুড়ায় শুরু হচ্ছে ৬ষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে বগুড়ার সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন — ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে উৎসবটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ, বগুড়া প্রতি বছরের মতো এবারও আয়োজন করছে এই উৎসব। তবে এবারের আয়োজনটি কিছুটা ভিন্নমাত্রায় হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সাধারণত ফেব্রুয়ারি মাসে উৎসবটি অনুষ্ঠিত হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমজানের কারণে এবারে জানুয়ারিতেই আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, এবারের উৎসবে ৩২টি দেশের মোট ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্রগুলো ৫টি ক্যাটাগরিতে প্রদর্শিত হবে — আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম এবং ওপেন ডোর শর্ট।
উৎসবে সর্বমোট ৭টি পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য গঠিত হয়েছে অভিজ্ঞ জুরি বোর্ড, যেখানে দেশি-বিদেশি নির্মাতা, ফিল্ম স্কলার ও কিউরেটররা রয়েছেন।
জুরি বোর্ডে থাকছেন বাংলাদেশের নির্মাতা খন্দকার সুমন, মোহাম্মদ রাকিবুল হাসান, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম।
এছাড়াও আন্তর্জাতিক পর্যায় থেকে রয়েছেন রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্জে, ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি, ইরানের নির্মাতা মারিয়ম ঘাসেমি, নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী, এবং নির্মাতা আলেক্সান্ডার মোরোও।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকবে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। আয়োজকরা আশা করছেন, এই উৎসবে কমপক্ষে ৭টি দেশের চলচ্চিত্র নির্মাতারা সরাসরি অংশগ্রহণ করবেন।
বিশেষ আয়োজনে, উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক-এর জন্মশতবর্ষ উপলক্ষে এবারের উৎসবটি তাঁকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
