প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ ২২:৪৩

হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

উপজেলা সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ লুৎফর রহমান শেখের বিরুদ্ধে কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার  (১০ নভেম্বর)সকাল ১১টায় উপজেলার চান্দাইকোনা  কলেজের শিক্ষক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, কলেজের  বরখাস্তকৃত সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান শেখের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান তাকে বহিষ্কার করেন।
 
বক্তারা অভিযোগ করেন, বহিষ্কারের পরও লুৎফর রহমান নানারকম ভাবে তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। সম্প্রতি তিনি বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে কলেজের শিক্ষক ও কর্মচারীদের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছেন।
 
বক্তারা এসব মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কলেজের সুনাম নষ্ট করার এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
 
সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপরে