জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. খায়ের জাহান সোগরা
রাষ্ট্রপতির অনুমোদনে নিয়োগপ্রাপ্ত উপাচার্য হিসেবে প্রফেসর ড. খায়ের জাহান সোগরা যোগদান করেছেন জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে উপস্থিত হন।
এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক সংক্ষিপ্ত পরিচয় ও মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন, মাননীয় ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর আব্দুল খালেক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. শাহিদুর রহমান খান, সাতটি বিভাগের বিভাগীয় প্রধান, সম্মানিত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় উপাচার্য প্রফেসর ড. খায়ের জাহান সোগরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও গবেষণাধর্মী পরিবেশ সৃষ্টিই হবে আমার মূল লক্ষ্য।”
উল্লেখ্য, প্রফেসর ড. খায়ের জাহান সোগরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক।
গত ৪ নভেম্বর (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খায়ের জাহান সোগরাকে জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
