প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ ২২:৫৬

রংপুর কারমাইকেল কলেজের ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

জালাল উদ্দিন, রংপুর
রংপুর কারমাইকেল কলেজের ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

উত্তরের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী তারুণ্য মেলা সহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার (১০ নভেম্বর) সকালে কারমাইকেল কলেজ প্রশাসনের আয়োজনে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় । এরপর  বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কারমাইকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল হক। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বোরহান উদ্দিন, কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর দিলিপ কুমার, প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্য মেলা আয়োজন কমিটি-২০২৫ এর আহবায়ক প্রফেসর ড. সাইফুর রহমানসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান। পরে শিক্ষক ও শিক্ষার্থী সম্মিলিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অতিথিদের মঞ্চে আসন গ্রহণ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা, প্রধান অতিথির অভিভাষণ ও কেক কাটা। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, কলেজের ঐতিহ্য নিয়ে ৩০ টি স্টল যা দুপুর হতে রাত ৮ পর্যন্ত চলবে, এছাড়াও রয়েছে তারুণ্যের মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

 

উপরে