প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ ২৩:০০

জয়পুরহাট রেলস্টেশনে যাত্রীকে মারধরের প্রতিবাদে মানব বন্ধন

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ
জয়পুরহাট রেলস্টেশনে যাত্রীকে মারধরের প্রতিবাদে মানব বন্ধন
জয়পুরহাট রেলস্টেশনে যাত্রীকে মারধর ও বিভিন্ন যাত্রীদের সাথে অসৌজন্যমুলক আচরনের ঘটনায় হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রেলস্টেশন চত্তরে শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন মিলন, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রাজু আহমেদ,
আকাশ আহমেদ, শিহাব হোসেন ও সাধারণ যাত্রী ইরফান আলী।
 
বক্তারা বলেন, জয়পুরহাট রেলস্টেশনের হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন গত ৬ নভেম্বর ট্রেনের টিকিট কাটাকে কেন্দ্র করে এক যাত্রীকে ধাক্কাতে ধাক্কাতে অফিস রুমে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।
 
 এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে। এছাড়া তিনি জয়পুরহাটের বাসিন্দা হওয়ায় নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় যাত্রীদের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন। 
বক্তারা আরও অভিযোগ করেন, এই মুন টিকিট সিন্ডিকেটর মুলহোতা। তাই দ্রুত তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
উপরে