প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ ২৩:০৬

গাবতলীতে ছাত্রদলের নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ
গাবতলীতে ছাত্রদলের নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গতকাল বগুড়ার গাবতলীতে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। ছবি-সংবাদদাতা

গতকাল সোমবার বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  এম আর হাসান পলাশ। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও শাহাদাত হোসেন খান সাগর এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন। উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাঙ্গার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু ও সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন। 
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা শিপন, জেলা ছাত্রদলের অর্থবিষয়ক সম্পাদক রক্সি, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌকির, যুগ্ম সম্পাদক মানিক বাবু, আ: লতিফ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব মন্ডল, ডিউ তালুকদার, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, পৌর ছাত্রদলের সহ-সভাপতি সেলিম, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন, সাধারণ সম্পাদক রাজ প্রমুখ। সভা শেষে ধানের শীষের পক্ষে এক আনন্দ মিছিল বের হয়।


 

উপরে