প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫ ২২:২৪

সলঙ্গায় র‌্যাব-১২ এর অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর বিজ্ঞপ্তিঃ
সলঙ্গায় র‌্যাব-১২ এর অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় র‌্যাব-১২ এর বিশেষ অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) ভোররাতে র‌্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে “বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পার্শ্বে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে” অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ জুলহাস মিয়া (৪৮), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-আকালুর ভিটা, নাগেশ্বরী পৌরসভা, কুড়িগ্রাম।
২. মোঃ আলতাব হোসেন (৪৮), পিতা-মৃত আজিতুল্লাহ, সাং-মালভাঙ্গা (ভাই ভাই মোড়), নাগেশ্বরী, কুড়িগ্রাম।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম থেকে অবৈধ মাদক ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১২ জানায়, মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।

উপরে