প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫ ২২:৪৭

ক্ষেতলালে প্রান্তিক পর্যায়ে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উপজেলা সংবাদদাতা, ক্ষেতলাল, জয়পুরহাটঃ
ক্ষেতলালে প্রান্তিক পর্যায়ে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৬০০শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল হকসহ  ব্লক সুপারভাইজার  ও উপকারভোগী কৃষক । 

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৬০০শত প্রান্তিক কৃষককে বিনামূল্যে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মসুরডাল বীজ ও সার প্রদান করা হয়েছে। 

উপরে