বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মোবাইল আসক্তি প্রতিরোধে টিএমএসএস-এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী টিএমএসএস শাখা অফিসে গতকাল বুধবার “বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মোবাইল আসক্তি প্রতিরোধ” বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
টিএমএসএস-এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় গ্রুপ সভানেত্রী ও বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কন্যাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক মোঃ জামিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, পরিচালক আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ।
সভায় বক্তারা বাল্যবিবাহ রোধ, যৌন হয়রানি প্রতিরোধ এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা এ বিষয়ে নিজেদের অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
