প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫ ২৩:০৩

পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তিঃ
পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর উদ্বোধন

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী সিএসই ফেস্ট–২০২৫। বুধবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন।

তিন দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তথ্যপ্রযুক্তি উদ্ভাবন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত মনোভাব ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা।

ফেস্টে থাকছে নানা আকর্ষণীয় প্রতিযোগিতা ও ইভেন্ট— যেমন হ্যাকাথন, প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইডিয়া প্রেজেন্টেশন, বিতর্ক প্রতিযোগিতা, ইনডোর ও আউটডোর স্পোর্টস এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন,

“এই ফেস্ট আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এর মাধ্যমে মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশও বিকশিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, সিএসই বিভাগের প্রধান মো. হাবিব এহসানুল হকসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উৎসবের প্রথম দিনে বিভাগের কম্পিউটার ল্যাবে টাইপিং কম্পিটিশন এবং শহীদ মিনার মাঠে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিএসই ফেস্ট চলবে ১২, ১৩ ও ১৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

উপরে