জয়পুরহাটে ৭৯২ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকা থেকে ৭৯২ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১২ নভেম্বর) সকালে র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী মোমেনা বেগম (৫০) ও একই গ্রামের মুনসুর হোসেনের স্ত্রী ফাইমা বেগম (৩৫)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুই নারী ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বুধবার গভীর রাতে আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
তল্লাশিকালে তাদের কাছ থেকে ৭৯২ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
