বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে জেলা প্রশাসক হোসনা আফরোজা কে বিদায় সম্বর্ধনা
বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সভানেত্রী জেলা প্রশাসক হোসনা আফরোজা কে মহিলা সংসদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। ১২ নভেম্বর বুধবার বিকালে বগুড়া মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা কে মহিলা সংসদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে। বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সহ-সভানেত্রী অধ্যক্ষ ফজিলাতুন্নেছা সভাপতিত্বে বিদায় সম্বর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সভানেত্রী জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্টানে স্বাগত বক্তব্যে বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা মাহমুদা হাকিম বলেন, বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সভানেত্রী জেলা প্রশাসক অত্যন্ত কঠোর পরিশ্রমী, বিচক্ষণ, দায়িত্বশীল এবং নারী উন্নয়নে বিশ্বাসী সর্বোপরি এ সংসদের পরম হৈতষী জেলা প্রশাসক হোসনা আফরোজা কে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। তার মত নিষ্ঠাবান এবং মানবিক গুণাবলি বিশিষ্ঠ সভানেত্রী এ সংসদে এই প্রথম। তিনি সংসদ উন্নয়নে অবর্ণনীয় ভূমিকা রেখে গেলেন। সরকারি আদেশে তিনি উচ্চ পদে পদন্নতি পেয়ে বগুড়া জেলা থেকে বিদায় নিলেন, যুগ্ম সচিব পদে পদন্নতি পাওয়ায় তাকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানায়। বক্তব্য রাখেন মহিলা সংসদের সহ-সভাপতি পুলিশ সুপার পত্নী ফারিহা বিনতে হক। তার বক্তব্য শেষে বিদায়ী অতিথিকে সংসদের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করেন সংসদের সাধারণ সম্পাদিকা অধ্যক্ষ মাহমুদা হাকিম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নির্বাহী সদস্য রোটারিয়ান ইয়াসমিন হাসান। এসময় উপস্থিত ছিলেন সংসদের যুগ্ন-সম্পাদিকা আনজুমান আরা লাভলী, কোষাধ্যক্ষ নাসিম নাহার বারী, কুটির শিল্প লায়লা আঞ্জুমান বানু, প্রচার ও আপ্যায়ন ইসরাত জাহান মিতু, সাহিত্য ও পাঠাগার নূর দিয়া জাহান লিটা, সদস্য রওশন আরা জামান, হাবিবা বেগম, ওয়াহিদা রহমান রিপা, শামীমা আক্তার, অ্যাডভোকেট সোহানা রহমান, সৈয়দা মনিরা বেগম পাপিয়া, নাসরিন আরা চৌধুরী, তানজিনা সেলিম জেনী প্রমুখ।
