প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫ ২৩:৪৭

একই বৃন্তের ফুল’ অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সাফল্য

গাইবান্ধা জেলা সংবাদদাতাঃ
একই বৃন্তের ফুল’ অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সাফল্য

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘একই বৃন্তের ফুল’-এ গোবিন্দগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। নাটকসহ মোট সাতটি ইভেন্টে তারা সেরা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি গত বুধবার প্রকাশিত এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে। জানা গেছে, আগামী শুক্রবার বিকেল ৪টায় ঘাঘট পাড়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন। মনোনয়ন পাওয়া ইভেন্টগুলো হলো—

সেরা উপস্থাপক: আজিজুল ইসলাম

সেরা কণ্ঠশিল্পী (পুরুষ): আজাদুল ইসলাম

সেরা শিশু শিল্পী: আরশি দাশ

সেরা দলীয় সংগীত: গোবিন্দগঞ্জ দল

সেরা দলীয় নৃত্য: ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যদল

সেরা আবৃত্তি শিল্পী: উম্মে রাফিয়া সুমি

সেরা বিশেষ পরিবেশনা (নাটক): মানিক জোড়

উপরে