রাণীনগরে ঘুস-দুর্নীতির অভিযোগে মিরাট ইউনিয়নের নায়েব দুরুল হোদা বদলি
নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি ও ঘুস বাণিজ্যের অভিযোগে উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) দুরুল হোদাকে বদলি করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।
বৃহস্পতিবার বিকেলে তাকে রাণীনগর থেকে অবমুক্ত করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।
এর আগে মিরাট ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির অভিযোগে প্রসেস সার্ভার কুদ্দুস ও পিওন সোহাগকে বদলি করা হলেও দুরুল হোদা দায়িত্বে বহাল ছিলেন। অবশেষে তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তার বদলির নির্দেশ আসে।
দুরুল হোদার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন বলেন, “বদলির আদেশ অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে তাকে অবমুক্ত করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নিতে অভিযোগনামা ও বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসনের কার্যালয়ে পাঠানো হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দুরুল হোদা খাজনা অনুমোদন, খারিজ প্রতিবেদন, হোল্ডিং এন্ট্রি ও জমি সংক্রান্ত বিভিন্ন কাজে ঘুস দাবি করতেন। তার অনিয়মে ভুক্তভোগীদের হয়রানির শিকার হতে হতো মাসের পর মাস।
