প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫ ২২:২৬

গাইবান্ধায় আধুনিক সমন্বিত শিক্ষার নতুন দিগন্ত—Institute of the Holy Quran–এ ভর্তি মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধায় আধুনিক সমন্বিত শিক্ষার নতুন দিগন্ত—Institute of the Holy Quran–এ ভর্তি মেলা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে আধুনিক ও সমন্বিত শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনে এগিয়ে এসেছে Institute of the Holy Quran। বুয়েট, পটিয়া মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের দক্ষ পরিচালনায় আজ অনুষ্ঠিত হলো ভর্তি মেলা ও অভিভাবক সমাবেশ।

জেনারেল, মাদ্রাসা ও কারিগরি—এই তিন ধারার সমন্বয়ে গড়ে তোলা সময়োপযোগী এই শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনের আগেই স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার মান, পরিচ্ছন্ন পরিবেশ, নৈতিকতা এবং আধুনিক দক্ষতার সমন্বিত পাঠ্যব্যবস্থাকে অভিভাবকরা ইতোমধ্যেই ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

শনিবার -১৫ নভেম্বর- সকাল ১০টায় ডিবিরোডের শাপলাপাড়া মোড়ে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে ফিতা কেটে ভর্তি মেলা ও অভিভাবক সমাবেশ উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সেকান্দার আনাম আজম এবং জামায়াতের সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা এটি সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি উদ্যোগ বলে মন্তব্য করেন।

পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে পাঠ্যব্যবস্থার পূর্ণ ধারণা

ভর্তিচ্ছু অভিভাবকদের প্রতিষ্ঠানের লক্ষ্য, পাঠ্য–ব্যবস্থা ও উন্নয়ন পরিকল্পনা জানাতে আয়োজিত হয় বিশেষ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। এতে শিক্ষাদর্শন, কারিকুলাম, সুযোগ–সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম

আয়োজকদের তথ্যমতে, প্রতিষ্ঠানের সব শিক্ষাকার্যক্রম আধুনিকীকরণে ব্যবহার করা হবে ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে—

শিক্ষার্থীর উপস্থিতি

ফলাফল

ক্লাস রুটিন

অভিভাবক–শিক্ষক যোগাযোগ

প্রশাসনিক কাজ

সবকিছু ডিজিটালভাবে পরিচালিত হবে। এতে শিক্ষার মান, স্বচ্ছতা ও ব্যবস্থাপনার দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক মানের সমন্বিত শিক্ষা

Institute of the Holy Quran শুধুমাত্র পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়; বরং মানবিক মূল্যবোধ, ধর্মীয় চেতনা, আধুনিক প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী দক্ষতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

সমাবেশে বিভিন্ন এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়ে উৎসাহব্যঞ্জক সাড়া দেন। তাঁদের মতে, গাইবান্ধায় এমন আধুনিক সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে—এই ভর্তি মেলা ও অভিভাবক সমাবেশ গাইবান্ধার শিক্ষাঙ্গনে একটি নতুন যুগের সূচনা করবে।

উপরে