প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫ ০০:৩৩

শেরপুরে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সেমিনার

এনামুল হক, শেরপুর, বগুড়া থেকে
শেরপুরে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সেমিনার

বগুড়ার শেরপুর উপজেলায় “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়, শেরপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনজুরুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়ার উপ-পরিচালক মোঃ রোকনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাঈম হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তৌহিদুল ইসলাম।

এ ছাড়া চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক, কাদের সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকেরা সেমিনারে অংশ নেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে এবং মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এ কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পরিবারকে সহযোগিতা প্রদানে কার্যকর ভূমিকা পালন করছে।

সেমিনারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী পরিবেশ নিশ্চিত করা, উপবৃত্তি বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিস্তারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উপরে