প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ১৮:১৬

মুরগি চুরি নিয়ে বিরোধে ৯ দিনের ব্যবধানে দুজনের মৃত্যু, এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
মুরগি চুরি নিয়ে বিরোধে ৯ দিনের ব্যবধানে দুজনের মৃত্যু, এলাকায় উত্তেজনা
স্বাধীন ইসলাম। ছবি- সংগৃহীত।

মুরগি চুরির জেরে শুরু হওয়া বিরোধ থেকে বগুড়ার গাবতলী উপজেলায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ৯ দিনের ব্যবধানে দুইজনের মৃত্যু হয়েছে। টানা উত্তেজনা ও সহিংসতার ঘটনায় পুরো এলাকায় এখন চরম উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্বাধীন ইসলাম (১৭)। সে রামচন্দ্রপুর হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে ৯ মে রাতে সংঘর্ষের সময় প্রতিপক্ষের তরিকুল ইসলাম ভুট্টো (৫০) ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন এবং পরে মারা যান। ভুট্টোর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষের ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, মুরগি চুরি নিয়ে কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এরপর একপক্ষে ভুট্টো নিহত হওয়ার পর অপর পক্ষের লোকজন প্রতিশোধমূলক হামলায় স্বাধীনকে পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নয়দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি বাড়িয়েছে।

উপরে