প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ১৮:৩১

বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল

বিপুল ভোট পেয়ে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান- যুবদল
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের 
গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল। শুক্রবার বিকেলে পৌরসভার ১২নং ওয়ার্ডে কলোনী, ঠনঠনিয়া এলাকায় শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট ও ধানের শীষ নিয়ে সদর আসনে বিপুল ভোটে তারেক রহমানকে জয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রচারণা মিছিল থেকে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে প্রচারণা লিফলেটও বিতরণ করা হয়। পরে ঠনঠনিয়া এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে এই বগুড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তারপর থেকে শুধুমাত্র বগুড়া নামের কারণেই দীর্ঘ বছর উন্নয়ন বঞ্চিত ছিল এই জেলা। তবে সময় এসেছে সেই সকল অপূর্ণ কাজগুলোর বাস্তবায়নের। যার জন্য এই আসন থেকে বগুড়ার সকল উন্নয়নের কান্ডারী তারেক রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তিনি বলেন একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যারা ১৯৭১ সাল থেকেই এদেশের স্বাধীনতা ও জনগণ বিরোধী এখন এসে তারা আবার শুধুমাত্র ভোটের জন্য আওয়ামী লীগ এবং ভারতের সাথে আঁতাত করে রাজনীতি করছে। সেই জামায়াতের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। আন্দোলনের দীর্ঘ ১৭ বছর জামায়াত ও শিবিরের কোন নেতাকর্মী রাজপথে ছিলোনা তারা ব্যস্ত ছিলো আয় রোজগার আর ব্যবসা নিয়ে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী তারা আবার বোল পাল্টিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার মাধ্যমে জান্নাতে যাওয়ার টিকেট বিক্রি করছে যা দু:খজনক। পথসভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, দ্বিতীয় বাইপাস সড়ক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, দত্তবাড়ির অ্যাজমা কেয়ার ও শিশু হাসপাতাল থেকে শুরু করে পুরো বগুড়ায় দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন আজ চোখে পড়ে তার সবকিছুই তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে। তারা যখন সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন তখন সাধারণ ভোটাররা উল্টো তাদের কাছেই খালেদা জিয়া ও তারেক রহমান কেমন আছেন তা জিজ্ঞাসা করেন। যা জিয়া পরিবারের সদস্যদের প্রতি বগুড়াবাসীর ভালবাসার নিদর্শন। তারা বিশ্বাস করেন বগুড়া সদরের প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের মাঝে কমপক্ষে ৪ লাখ ভোট পেয়ে বিজয়ী হবেন তারেক রহমান। তিনি বগুড়াবাসী সকলের কাছে ধানের শীষে ভোট চেয়ে দোয়া ও সহযোগিতা কামনা করেন। শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু'র সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মতিন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, জেলা যুবদলের সহ-সভাপতি যথাক্রমে ফেরদৌস তাজমিলুর ইসলাম বিচিত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ইমরনা হোসেন ও আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক সোহাগ মাহমুদ, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি সানজাদ হোসেন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রশিদ হিরা প্রমুখ।
উপরে