প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ২৩:৩০
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের ওয়ার্ড কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
শফিকুল ইসলাম শফি, নাগেশ্বরী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার উদ্যোগে ওয়ার্ড কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী (কুড়িগ্রাম-১) আলহাজ্ব হারিসুল বারী রনি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি আব্দুল রব মাস্টার, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করার পাশাপাশি কর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
