প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ ১৯:০০

ভূমিকম্পে নিহত মেডিকেল ছাত্র রাফিকে মাকে না জানিয়েই দাফন

নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পে নিহত মেডিকেল ছাত্র রাফিকে মাকে না জানিয়েই দাফন

ঢাকায় ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম রাফিকে (২২) অবশেষে মাকে না জানিয়েই দাফন করা হয়েছে। শুক্রবার রাজধানীতে ভূমিকম্পে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাফির বাড়ি বগুড়া শহরের খান্দারে মিশন হাসপাতালের পাশে। তাঁর বাবা ওসমান গনি বগুড়া সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ।

রাফির মা এখনও হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকায় তাঁকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি। শনিবার বাদ জোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাফির জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টার দিকে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বংশালের কসাইটুলি এলাকায় মায়ের সঙ্গে বাজার থেকে ফেরার পথে ভূমিকম্পে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়লে রাফি ও তাঁর মা গুরুতর আহত হন। পরে তাঁদের দুজনকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

রাফির মা মাথায় গুরুতর আঘাত পাওয়ায় এখনো অচেতন অবস্থায় রয়েছেন। রাফির বাবা ওসমান গনি বলেন, “ডাক্তারের পরামর্শে তাঁকে এখনো ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি।”

জানাজার সময় রাফির চাচা রফিকুল ইসলাম বলেন, “আমার ভাতিজা রাফি স্যার সলিমুল্লাহ মেডিকেলের দ্বিতীয় বর্ষে পড়ত। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। সে বগুড়া ওয়াইএমসিএ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছে।”

উপরে