প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ ২৩:২১

রংপুরে লায়ন্স ক্লাবের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জালাল উদ্দিন, রংপুর ঃ
রংপুরে লায়ন্স ক্লাবের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে লায়ন্স ক্লাবের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুর নগরীর ৪টি মাদ্রাসায় ৪০০ কেজি চাল বিতরণ, ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ঔষধ প্রদান উদ্বোধন,, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান  সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। রবিবার রাতে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব মিলনায়তনে লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক পিএমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর জেলা গভর্নর লায়ন সংকর কুমার রায় মনা এমজেএফ, ফাস্ট ভাইস জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন ইমরান ফারুখ মঈন  পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন সঞ্জয় কান্তি সাহা, কেবিনেট ট্রেজারার লায়ন এ্যাড. মোঃ এনায়েত উল্লাহ শফিক,  রিজিয়র চেয়ারপার্সন লায়ন মোঃ আতিকুল্লা, জোন চেয়ারপার্সন লায়ন সামসুল ইসলাম, লায়ন্স ক্লাব অব রংপুরের ক্লাব পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, ক্লাব পরিচালক এনামুল হক সোহেল এমজেএফ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ , ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম উদ্দিন,  উদযাপন আহবায়ক ও এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ,   পরিচালক খন্দকার এলাহী বিপ্লব, পরিচালক শফিকুল ইসলাম মিঠু, পরিচালক মোয়জ্জেম,  পরিচালক আরমান, পরিচালক আবুল হাসনাত, পরিচালক লায়ন জেবুননেছা জেবিন,  পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম বুলু,  পরিচালক লায়ন মোছাঃ জাহেদা খাতুন পপি, ক্লাব ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন, লিও এ্যাডভাইজার লায়ন অনিন্দ্য আউয়াল, ক্লাব পরিচালক জুয়েল আহমেদ,  ক্লাব পরিচালক লায়ন আনোয়ারুল হক,  লায়ন কানিজ মোয়াজ্জেম, লায়ন নুরজাহান ইসলাম রুনি, লায়ন সাবা পারভীন নিহা, লায়ন নুরুজ্জামান ইসলাম, লায়ন রওশন আরা বেগম, লায়ন সফুরা সাত্তার, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হাসান রোজেন, লায়ন আফসানুল ফেরদৌস সনি,  লায়ন মোছাঃ মাহমুদা আক্তার মিতু, লায়ন্স ক্লাব কুড়িগ্রাম জেলা প্রেসিডেন্ট  লায়ন সাজু তালুকদার,  সহ লিও সদস্যগণ। 

 

 

 

 

উপরে