আগুনে সব হারানো পরিবারের পাশে শেরপুর উপজেলা প্রশাসন
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার -২৪ নভেম্বর- দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত মো. রফিকুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম। গত রোববার গভীর রাতে আকস্মিক এ অগ্নিকাণ্ডে রফিকুল ইসলামের পাঁচ কক্ষের বসতবাড়ি ও ভাড়ায় পরিচালিত একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পরিবারের সব আসবাব, পোশাক ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বগুড়া ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করেছে। পরদিন সকালে ইউএনও মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সহায়তার আশ্বাস দেন। এরই অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে সরকারি অনুদান চেক প্রদান করা হয়।
