বগুড়া-৭: উন্নয়ন ও শান্তির প্রতীক ধানের শীষে ভোট চাইছেন সাবেক এমপি লালু
বিএনপি'র চেয়ারপার্সন উপদেষ্টা, বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন— “দেশ ও দেশের মানুষের উন্নয়ন ও শান্তির মার্কা ধানের শীষ। সৎ মানুষ ও উন্নয়ন চান— তাহলে ধানের শীষের বিকল্প নেই।”
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন হয়েছিল। আগামী দিনেও দেশমাতা বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশের মানুষের সেবায় কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “একটি রাজনৈতিক দল ভোটারদের ভুল বুঝিয়ে বেহেশতের টিকিট দেওয়ার মতো অযৌক্তিক প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করছে। বাংলার মাটিতে আর কোনো স্বৈরশাসকের জন্ম হতে দেওয়া হবে না।”
২৫ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের মাঝবাড়ি হাইস্কুল মাঠে বগুড়া-৭ আসনের ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে নশিপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনা মূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নশিপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাহফুজার রহমান ফারুক। সঞ্চালনা করেন জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রাজ্জাকুল আমিন রোকন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন—
শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ আবুল বাশার, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আতিকুর ইসলাম আতিক, টুটুল তালুকদার, হায়দার আলী, ওবায়দুল হক, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহারুফ সম্রাটসহ আরও অনেকে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
স্বেচ্ছাসেবক দল নেতা হাসান আলী আকন্দ, সুজা উদ্দিন সুজা, রিয়াজুল ইসলাম সবুজ, যুবদল নেতা আনজু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, বেলাল উদ্দিন, ইউনুছ আলী গেদা, রফিকুল ইসলাম নিল্টু, আপেল মাহমুদ, ফরহাদ হোসেন, মিল্টন হোসাইন, আল মামুন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, মাসুদ রানা, মিনহাজুল ইসলাম, বিপ্লব মিয়া, সুমন মিয়া, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম, আবু জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।
