প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ ২৩:২৬

বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি ও এমএসএফ-এর যৌথ উদ্যোগে মানবাধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত

কামাল সিদ্দিকী,পাবনাঃ
বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি ও এমএসএফ-এর যৌথ উদ্যোগে মানবাধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত

পাওয়ার হাউজ পাড়াস্থ বাঁচতে চাই কার্যালয়ে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে মানবাধিকার বিষয়ক এক তথ্যবহুল ও অভিজ্ঞতা শেয়ার সভা। সভাটি আয়োজন করে বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি, সহযোগিতা করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এমপাওয়ারহার প্রজেক্ট।

সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের কো-কনভেনর ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি এড. কামরুননাহার জলি। স্বাগত বক্তব্য প্রদান করেন বাঁচতে চাই-এর নির্বাহী পরিচালক এবং নেটওয়ার্কের সদস্য সচিব আব্দুর রব মন্টু। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সিভিল জজ মোঃ আজহারুল ইসলাম, এমএসএফ-এর নির্বাহী প্রধান এড. মোঃ সাইদুর রহমান, ডিএইচআরএনএস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ টিপু সুলতান এবং এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের কো-অর্ডিনেটর নাজনীন শবনম।

সভায় জেলা মানবাধিকার পরিস্থিতি, তথ্য এবং প্রকল্প কার্যক্রম তুলে ধরেন এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের ডিএইচআরএমও কামাল আহমেদ সিদ্দিকী। এছাড়া চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও ইউজিএফ কমিটির সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রবীণ ডিফেন্ডার খলিলুর রহমান, এড. ফাহিমা সুলতানা রেখা, সমাজকর্মী সাদিয়া ইসলামসহ ইউজিএফ কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এমএসএফ-এর প্রধান কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মনির আহমেদ, ডিফেন্ডার ও স্থানীয় গণমাধ্যম কর্মী তৌফিক হাসান, আরিফ আহমেদ সিদ্দিকী এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সভায় নেটওয়ার্কের সাথে এমপাওয়ারহার প্রকল্পের লিঙ্কেজ বৃদ্ধির উদ্দেশ্যে জিইএফ-এর পাঁচজন সদস্যকে অন্তভুক্ত করা হয়।

উল্লেখ্য, এ্যাম্বাসি অফ সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং জিএফ কনসাল্টিং গ্রুপের সহায়তায় চলমান নাগরিকতা সিইএফ প্রোগ্রামের অধীনে এমএসএফ এমপাওয়ারহার প্রকল্প পাবনা জেলার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে।

উপরে