প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫ ২৩:১৩

ক্ষেতলালে গ্রামীণ সড়ক উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা, ক্ষেতলাল, জয়পুরহাটঃ
ক্ষেতলালে গ্রামীণ সড়ক উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ক্ষেতলাল উপজেলা অফিসের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ কর্মশালা হয়।

কর্মশালায় অধিক জনবহুল, অনুন্নত ও যোগাযোগ–ব্যবস্থায় পিছিয়ে থাকা গ্রামীণ অঞ্চলের সড়কগুলোকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ সড়ক নেটওয়ার্কের একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজ। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম তালুকদার। আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিআইএস স্পেশালিস্ট ও বেটস প্রকৌশলী শিমুল কুমার কুণ্ডু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার পাঁচ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানরা। এছাড়া উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, জামায়াত নেতা শাওন মওলানা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উপরে