অনেকেই ’৭১-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায়: বগুড়া প্রেসক্লাবে বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনে বক্তারা
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত ক্রিকেট, দাবা, ক্যারাম ও দৌড়সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “অনেকেই আজ ’৭১-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। লেখনির মাধ্যমে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কালাম আজাদ।
এসময় বক্তব্য দেন—
দৈনিক বগুড়ার সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা
দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ
নির্বাহী সদস্য আব্দুর রহিম বগরা
সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস
অনুষ্ঠান উপস্থাপনা করেন বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহিম।
উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম শফিক, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, মুক্তার শেখ, ইনছান আলী শেখ, বাদল চৌধুরী, বাংলা টেলিগ্রাম সম্পাদক রায়হান আহম্মেদ তালুকদার রানা, ওমর ফারুক (মানবজমিন), কালাম (নয়াদিগন্ত), ফটো সাংবাদিক আল আমিন, আজিজুল হাকিম রুমন, শাজাহান আলী, আব্দুস সালাম, মতিউর রহমান মতি, আল মুমিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
