রংপুরে শিক্ষক কমল কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রংপুরের গঙ্গাচড়ায় যুবলীগ নেতা ও কথিত ভূমিদস্যু কামরুজ্জামান স্বাধীন ও তার সহযোগীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষক ও নাগরিক সমাজ মানববন্ধন ও সমাবেশ করেছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয় ও জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রংপুর ছাত্র–শিক্ষক ও নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। কর্মসূচিতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ বর্মন, রংপুর জেলা জেএসডির সভাপতি শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, জেএসডি নেতা এবিএম মসিউর রহমান, মাহফুজার রহমান, শিক্ষক আহসানুর রহমান, মনতাজুর রহমান, হুমায়ুন কবির, শিক্ষার্থী তাওহীদ ও তামিম ইকবাল এবং আহত শিক্ষক কমল কৃষ্ণ সরকারের ছোট ভাই নব কৃষ্ণ সরকার।
বক্তারা বলেন, ২৩ নভেম্বর নীলকচণ্ডি এলাকায় শিক্ষক কমল কৃষ্ণ সরকারের ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। একজন শিক্ষকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা সমাজকে আতঙ্কিত করছে। তারা অভিযোগ করেন, যুবলীগ পরিচয় ব্যবহারকারী ভূমিদস্যু কামরুজ্জামান স্বাধীন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখলসহ নানা অপরাধে জড়িত, কিন্তু প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।
বক্তারা আরও জানান, হামলার পর থেকে শিক্ষক কমল কৃষ্ণ সরকারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ প্রধান আসামি স্বাধীন এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
তারা অবিলম্বে কামরুজ্জামান স্বাধীনসহ হামলায় জড়িত সকলকে গ্রেফতার, কঠোর শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা বিধানের দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষক–শিক্ষার্থী ও নাগরিকরা মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে পুলিশ প্রশাসন আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে কর্মসূচি সমাপ্ত করা হয়।
