প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ২৩:০৪

আপনাদের সামান্য সহযোগিতা বাঁচাতে পারে পাঁচ বছরের শিশু রাইয়্যানকে

নিজস্ব প্রতিবেদক
আপনাদের সামান্য সহযোগিতা বাঁচাতে পারে পাঁচ বছরের শিশু রাইয়্যানকে
শিশু রাইয়্যান (৫)

বগুড়া জেলার সোনাতলা উপজেলার জুমারবাড়ি বারোকোনা এলাকার মো. ইমরান হোসেন ও ঈশা মনি আক্তারের একমাত্র সন্তান শিশু রাইয়্যান (৫)। জন্মের পর থেকে বাবা–মায়ের স্নেহে বড় হতে থাকা এই ফুটফুটে শিশুর জীবনে নেমে আসে ভয়ংকর অন্ধকার—

২০২২ সালের ১৬ ডিসেম্বর তার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার।

যে বয়সে তার মাঠে দৌড়ানোর, খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সে রাইয়্যান মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছে। গত তিন বছরে রাইয়্যানের চিকিৎসায় বাবা ইমরান হোসেন—একজন ক্ষুদ্র ব্যবসায়ী—ভিটেমাটি পর্যন্ত বিক্রি করে শেষ সম্বলটুকুও ব্যয় করেছেন। চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে ছিল, কিন্তু হঠাৎ করেই ক্যান্সার আবার ছড়িয়ে পড়ে সমগ্র শরীরজুড়ে, এখন তা পৌঁছেছে মাথায় পর্যন্ত

এখন একমাত্র উপায়—বোন ম্যারো ট্রান্সপ্লান্ট

চিকিৎসকদের মতে, রাইয়্যানকে বাঁচাতে জরুরি ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। এর আনুমানিক খরচ ৬০–৭০ লাখ টাকা
এই ব্যয় রাইয়্যানের পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।

ফলে নিস্পাপ এই শিশুকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছেন মা–বাবা। তারা দেশের মানুষসহ সকলের কাছে দোয়া এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

সহযোগিতা পাঠানোর তথ্য

আপনার ছোট একটি সহযোগিতাও রাইয়্যানকে নতুন জীবন দিতে পারে।

ব্যাংক:

মোঃ ইমরান হোসাইন
ডাচ–বাংলা ব্যাংক (এজেন্ট)
অ্যাকাউন্ট নম্বর: ৭০১৭৫১৪৩৮৩৭৮৮

ইসলামী ব্যাংক, বড়গোলা শাখা, বগুড়া
অ্যাকাউন্ট নম্বর: ২০৫০৩১২০২০১৩২৮৭১৫

মোবাইল ব্যাংকিং:

বিকাশ/নগদ: ০১৭১৫-২৮৯৫১৫

পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ—
“আপনাদের দোয়া ও সামান্য সাহায্য আমাদের সন্তানের জীবন বাঁচাতে পারে।”

উপরে